1. admin@bogurapost.com : admin :
তাপপ্রবাহ কমতে পারে বৃহস্পতিবার থেকে - BoguraPost
বুধবার, ১৫ মে ২০২৪, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সখিনাকে বিএনপি থেকে বহিষ্কার বগুড়া সদর সহকারী কমিশনার ভূমি বিদায় ও বরণ সংবর্ধনা বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি বন্ধুর ছুরিকাঘাতে আরেক মামলার আসামিকে হত্যা জলদস্যুদের থেকে মুক্ত হয়ে নাবিকরা স্বজনদের কাছে ফিরেছেন রাকাব জুনের মধ্যে ৩৭ বছরের রেকর্ড ভেঙে লাভের মুখ দেখবে,,,,,,, বগুড়ায় রাকাব চেয়ারম্যান দেশে উইলসন ডিজিজের নতুন ২ ধরন শনাক্ত নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১১ জুন বগুড়ায় দুটি মাইক্রো ও ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব কমিটির সভা বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা জেলার শ্রেষ্ঠ হওয়ায় ক্রেস্ট প্রদান

তাপপ্রবাহ কমতে পারে বৃহস্পতিবার থেকে

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৫৬ বার

বগুড়াপোস্ট

দেশের দুটি জেলার ওপর দিয়ে আজ বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। খুলনা বিভাগের বেশ কিছু জায়গাসহ পাঁচটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ চলছে। আরও কয়েক দিন এমন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ সোমবার থেকে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২ মে) থেকে দেশের অন্যান্য জায়গায়ও বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলবে পারে শুক্র-শনিবারও। এর ফলে কমবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ, সিলেট, নরসিংদী ও গাজীপুরে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, হাতিয়া, সন্দ্বীপসহ অন্যান্য জায়গায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে। এ সময় ঢাকায়ও বৃষ্টি নামতে পারে।

বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ সোমবার অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। বুধবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে আজ সোমবার অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্ট অংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দিন-রাতের তাপমাত্রা: সোমবার ও মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে বেশি জলীয় বাম্পের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews